নওগাঁ ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

দেশেই পর্যাপ্ত গরু উৎপাদিত হচ্ছে : নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ, মাংশ ও ডিম উৎপাদনে স্বাবলম্বী। এক সময় দেশের বাইরে থেকে গরু আনতে হতো। বিদেশী গরু না হলে আমাদের দেশে কোরবানি হতো না। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন দেশেই পর্যাপ্ত গরু উৎপাদিত হচ্ছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। এরআগে মন্ত্রী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, দেশে খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই। সামাজিক নিরাপত্তার আওতায় দলমত নির্বিশেষে সবাই সুবিধা পাচ্ছেন। সরকার খামারিদের জন্য ঋণের ব্যবস্থা করেছে। আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করায় অনেক খামারি এটাকে পেশা হিসাবে নিয়ে সফল হয়েছেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন মণ্ডল, নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।

উল্লেখ্য ,স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’-এ শিরোনামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধিদপ্তরের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।#

আপলোডকারীর তথ্য

দেশেই পর্যাপ্ত গরু উৎপাদিত হচ্ছে : নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ, মাংশ ও ডিম উৎপাদনে স্বাবলম্বী। এক সময় দেশের বাইরে থেকে গরু আনতে হতো। বিদেশী গরু না হলে আমাদের দেশে কোরবানি হতো না। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন দেশেই পর্যাপ্ত গরু উৎপাদিত হচ্ছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। এরআগে মন্ত্রী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, দেশে খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই। সামাজিক নিরাপত্তার আওতায় দলমত নির্বিশেষে সবাই সুবিধা পাচ্ছেন। সরকার খামারিদের জন্য ঋণের ব্যবস্থা করেছে। আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করায় অনেক খামারি এটাকে পেশা হিসাবে নিয়ে সফল হয়েছেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন মণ্ডল, নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।

উল্লেখ্য ,স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’-এ শিরোনামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধিদপ্তরের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।#