মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৩১ ডিসেম্বর ২০১৯ :
মঙ্গলবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে সিংগী বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডা: ইকরামুল বারী টিপু ও মনোজিত কুমার সরকার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে প্রমুখ।
শেষে কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।#