নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও গ্রীণ ভয়েস’র বিশেষ সহযোগিতায় আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধামইরহাট প্রিমিয়ার লীগ ডিপিএল এর খেলোয়াড় নিলাম ও ট্রফি উন্মোচন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রভাষক আবু হানিফ, স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান খান বাবু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাংকার মেহেদী হাসান অলিভ, ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, সম্পাদক আরমান হোসেন রকি, টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদুজ্জামান ইমন, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান প্লাবন, সম্পাদক রুহেল আহমেদ, সোনালী সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি ডেন্টিস্ট শামিম রেজা, সোনালী স্বপ্ন’র প্রধান সমন্বয়ক আসাদুর রহমান শাহিন, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও ৪ টি দলের টিম লিডার ও বিভিন্ন পর্যায়ের খেলোয়ার উপস্থিত ছিলেন। সমাবেশে সংস্থার বার্ষিক বনভোজন ও চোঁখ ধাধানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।#