মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ১৯ সেপ্টেম্বর ২০১৯ :
রবিবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আদিবাসী ুদ্র নৃ-গোষ্টি সামাজিক সংগঠনের উদ্যোগে কারাম উৎসবের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার কল্পনা ও উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা আদিবাসী সাামজিক সংগঠনের সভাপতি বিজয় পাহান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, সমাজসেবক রজত কান্ত গোস্বামী প্রমূখ বক্তব্য রাখেন।
আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা। বংশ পরম্পরায় যুগযুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমির নওগাঁর আদিবাসীরা এই কারাম উৎসব পালন করে আসছে।
আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে।
কারাম একটি গাছের নাম। আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠির মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। প্রতি বছর বংশপরমপরায় ভাদ্র মাসের পূর্ণিমায় পালন করা হয় এই পূজা। পূজার সময় আদিবাসীদের সহদ্বয় দুই ভাই ধর্মা ও কর্মা’র জীবনী তুলে ধরা হয়।
আদিবাসি বিশ্বাস করে ধর্ম পালন করায় ধর্মা রা পান সকল বিপদের হাত থেকে। আর কর্মা ধর্ম পালন করায় তার তি হয়। ভাদ্র মাসের প্রথম পূর্ণিমায় আদিবাসি সম্প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনে। এরপর সন্ধ্যায় পঞ্জিকা মতে পূর্ণিমা শুরু হলে কারাম ডাল কেটে অস্থায়ী মন্ডবে পুঁতে রেখে পূজা-অর্চনা আর নাচ-গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে প্রতি বছর কারাম এ উৎসব পালন করে। #