নওগাঁ ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীর মিজানুর রহমানের পিএইচডি ডিগ্রি লাভ<<মহাদেবপুর দর্পণ>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ জানুয়ারি ২০২৩ :

নওগাঁর মিজানুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিআরএম এক্সপার্ট মিজানুর রহমান জেলার বদলগাছী উপজেলার ইসমাইলপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

৩ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভুগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ ম শরিফুল হুদার তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রি অর্জন করেন। গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিজানুর রহমানের পারিবারিক সূত্র জানায়, তিনি এসএসসি সমমান পরীক্ষায় লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে এলএলবি (অনার্স), এমএসএস, বিএড (১ম শ্রেণি), এমএড, এমএফ, এমএম (প্রথম শ্রেণি) উত্তীর্ণ হন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগ থেকে পিজিডি ডিগ্রি লাভ করেন।

তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, সুশাসন, ন্যায়-বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে ফিরোজা-মোখলেস মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা (ফিমোসাস), মাদরাসা, গণ-গ্রন্থাগার, দি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিরেট ও এইচডিও একাডেমি প্রতিষ্ঠা করেন।#

আপলোডকারীর তথ্য

বদলগাছীর মিজানুর রহমানের পিএইচডি ডিগ্রি লাভ<<মহাদেবপুর দর্পণ>

প্রকাশের সময় : ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৭ জানুয়ারি ২০২৩ :

নওগাঁর মিজানুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিআরএম এক্সপার্ট মিজানুর রহমান জেলার বদলগাছী উপজেলার ইসমাইলপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

৩ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভুগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ ম শরিফুল হুদার তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রি অর্জন করেন। গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিজানুর রহমানের পারিবারিক সূত্র জানায়, তিনি এসএসসি সমমান পরীক্ষায় লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে এলএলবি (অনার্স), এমএসএস, বিএড (১ম শ্রেণি), এমএড, এমএফ, এমএম (প্রথম শ্রেণি) উত্তীর্ণ হন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগ থেকে পিজিডি ডিগ্রি লাভ করেন।

তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, সুশাসন, ন্যায়-বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে ফিরোজা-মোখলেস মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা (ফিমোসাস), মাদরাসা, গণ-গ্রন্থাগার, দি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিরেট ও এইচডিও একাডেমি প্রতিষ্ঠা করেন।#