নওগাঁ ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নীতি-আদর্শের নাম ছাত্রলীগ : খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ জানুয়ারি ২০২৩ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘নীতি আর আদর্শের নাম ছাত্রলীগ। ছাত্রলীগ নীতি-আর্দশ নিয়েই কাজ করছে। বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নর আইয়ুব বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফার পক্ষে গণ অংশগ্রহণের মাধ্যমে ছাত্রলীগ বাঙালির মুক্তির সনদের দাবিকে প্রতিষ্ঠা করেছে।’

বুধবার (৪ জানুযারি) দুপুরে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ। কোনোভাবেই যেন বহিরাগতরা ছাত্রলীগে প্রবেশ করতে না পারে সেদিকে গভীরভাবে নজর দিতে হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ঝিমিয়ে পড়ে স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক পথধারা।’

তিনি বলেন, ‘ছাত্রলীগ মানবিক হয়ে ভূমিকা রাখবে। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে ছাত্রলীগ।’#

আপলোডকারীর তথ্য

নীতি-আদর্শের নাম ছাত্রলীগ : খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ জানুয়ারি ২০২৩ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘নীতি আর আদর্শের নাম ছাত্রলীগ। ছাত্রলীগ নীতি-আর্দশ নিয়েই কাজ করছে। বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নর আইয়ুব বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফার পক্ষে গণ অংশগ্রহণের মাধ্যমে ছাত্রলীগ বাঙালির মুক্তির সনদের দাবিকে প্রতিষ্ঠা করেছে।’

বুধবার (৪ জানুযারি) দুপুরে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ। কোনোভাবেই যেন বহিরাগতরা ছাত্রলীগে প্রবেশ করতে না পারে সেদিকে গভীরভাবে নজর দিতে হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ঝিমিয়ে পড়ে স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক পথধারা।’

তিনি বলেন, ‘ছাত্রলীগ মানবিক হয়ে ভূমিকা রাখবে। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে ছাত্রলীগ।’#