নওগাঁর বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে স্কুলের পরিচালক প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণীর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন।
প্রধান শিক্ষক আকবর হোসেন এতে সভাপতিত্ব করেন।
সহকারী শিক্ষক আল রিসালাত বিন নেওয়াজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা রুবি বেগম, শাম্মী আকতার, ইসতাক আহম্মেদ নয়ন প্রমুখ।#