নওগাঁ ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে বাংলার গায়েনের রানার্স আপ সাথী আখতারকে সংবর্ধনা<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৭ ডিসেম্বর ২০২২ :

আরটিভির রিয়েলিটি শো বাংলার গায়েন সিজন-২ এ রানার্স আপ নির্বাচিত হওয়ায় নওগাঁর আত্রাইয়ের মেয়ে সাথী আকতারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাথী আকতারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, ‘সাথী আমাদের আত্রাইয়ে গৌরব বয়ে এনেছেন। তার আগামী দিনগুলো ভালো কাটুক এবং একজন ভালোমানের শিল্পী হিসাবে দেশ-বিদেশে শুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা জ্ঞাপন করছি।’

এসময় উপজেলা আইসিটি কর্মকর্তা সানজির আহম্মেদ শিশির, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক মামুনুল হক, আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে সাথী আকতার আরটিভি কর্তৃপক্ষ, বাংলার গায়েন এর আয়োজক ও বিচারক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার মত ক্ষুদ্র একজন গায়ক যে এতোবড় জায়গায় যেতে পারবে বা সম্মানে ভূষিত হতে পারবে তা কখনো ভাবতে পারেননি। তাকে ভোট দানকারী ও শুভাকাঙ্খী এবং তার শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।#

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে বাংলার গায়েনের রানার্স আপ সাথী আখতারকে সংবর্ধনা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৭ ডিসেম্বর ২০২২ :

আরটিভির রিয়েলিটি শো বাংলার গায়েন সিজন-২ এ রানার্স আপ নির্বাচিত হওয়ায় নওগাঁর আত্রাইয়ের মেয়ে সাথী আকতারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাথী আকতারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, ‘সাথী আমাদের আত্রাইয়ে গৌরব বয়ে এনেছেন। তার আগামী দিনগুলো ভালো কাটুক এবং একজন ভালোমানের শিল্পী হিসাবে দেশ-বিদেশে শুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা জ্ঞাপন করছি।’

এসময় উপজেলা আইসিটি কর্মকর্তা সানজির আহম্মেদ শিশির, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষক মামুনুল হক, আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে সাথী আকতার আরটিভি কর্তৃপক্ষ, বাংলার গায়েন এর আয়োজক ও বিচারক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার মত ক্ষুদ্র একজন গায়ক যে এতোবড় জায়গায় যেতে পারবে বা সম্মানে ভূষিত হতে পারবে তা কখনো ভাবতে পারেননি। তাকে ভোট দানকারী ও শুভাকাঙ্খী এবং তার শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।#