প্রকাশের সময় :
০৪:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
৯৪৬
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩ সেপ্টেম্বর ২০২২ :
নওগাঁর বদলগাছীতে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৫ (সদর) আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক প্রধান অতিথি এবং নওগাঁ-৬ (পত্নীতলা-সাপাহার) আসনের এমপি আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী সম্মেলন উদ্বোধন করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফায়ছার রহমান এতে সভাপতিত্ব করেন।
সাধারন সম্পাদক সামসুজ্জামান হিরার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডি, এম, মাহমুদুন নবী বিদ্যুৎ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আকতার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারন সম্পাদক আবু হাসনাত, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কিশোর, নূর এ আলম আশিক, শাহ আলম মোল্লা জুয়েল প্রমুখ।#