প্রকাশের সময় :
০২:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
৯১৭
Spread the love
মহাদেবপুর দর্পণ, অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২ সেপ্টেম্বর ২০২২ :
নওগাঁর বদলগাছীতে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এর সাবেক চেয়ারম্যান নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ও আগামী নির্বাচনে এই আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ড. আকরাম হোসেন চৌধুরী।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জিয়ল জেলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি এবং সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলাহার আখিট্টী টাইগার ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। দেশের ৮টি আদিবাসী দল এক দিনের এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলায় নাটোর ফুটবল একাদশ আক্কেলপুর শান্তা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।#