অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএমকে জেলা প্রেসক্লাব বিদায় সংবর্ধনা দিয়েছে। সোমবার (২২ আগস্ট) দিবাগত রাতে এ উপলক্ষে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিদায়ী পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক এ্যাড. শেখ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি নবির উদ্দিন ও এমদাদুল হক সুমন, সহ-সভাপতি এএসএম রাইহান আলম ও সুলতানুল আলম মিলন, সাধারন সম্পাদক শফিক ছোটন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম ফরিদ, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরী সদস্য আসাদুর রহমান জয় প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলায় দায়িত্ব পালনকালে তিনি মানবিক পুলিশিং ও জেলা শহরে একটি অত্যাধুনিক শপিংমল গড়ে তুলে প্রশংশিত হয়েছেন। অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা বিদায়ী অতিথির হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।#