মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ২১ আগস্ট ২০২২ :
“বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সারাদেশের মত নওগাঁর বদলগাছীতেও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে জাতীয় পতাকা আর্ধনমিত ও শোক দিবসের কালো পতাকা উত্তোলন, গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া পরিচালনা করা হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার মন্ডল ও জহুরুল ইসলাম স্বাধীন, প্রচার সম্পাদক তৌফিক মান্নান পলাশ, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার, যুবলীগ সভাপতি ইনামুল আল হাসান তিতু, সাধারণ সম্পাদক জনি আলম, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাহেলা চৌধুরী, কৃষক লীগের সভাপতি সানাউল হক হিরো প্রমুখ।#