নওগাঁ ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে প্রকাশ্য দিবালোকে সরকারি নার্স কোয়ার্টারে চুরি সংঘটিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ২১ আগস্ট ২০২২ :

নওগাঁর বদলগাছীতে প্রকাশ্য দিবালোকে সরকারি নার্স কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

রোববার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই কোয়ার্টারের দোতালার পাশাপাশি দুটি ফ্লাটের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চোরেরা ১৩ লক্ষ টাকা মূল্যের ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ওই দুটি ফ্লাটে নার্স জরিনা আকতার ও নাহিদ হায়দার বসবাস করতেন।

সিনিয়র নার্স জরিনা আকতারের স্বামী মিজানুর রহমান জানান, তিনি বাইরে থেকে এসে দেখেন দরজা খোলা, সবকিছু এলোমেলো, ওয়াড্রোবের তালা ভাঙ্গা। সেখানে তাদের সারাজীবনের সঞ্চয়ে কেনা ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার ছিল। সব খোয়া গেছে।

পাশের বাসার স্টাফ নার্স নাহিদ হায়দার জানান, তারা স্বামী-স্ত্রী দুজনে হাসপাতালে ডিউটিরত ছিলেন। বাসায় এসে দেখতে পান দরজার তালা ভাঙ্গা। ঘরের ওয়ারড্রোবের ড্রয়ার খোলা। সেখানে ২ ভরি ওজনের স্বর্ণালংকার ছিল।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, থানার এসআই আলীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।#

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে প্রকাশ্য দিবালোকে সরকারি নার্স কোয়ার্টারে চুরি সংঘটিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ২১ আগস্ট ২০২২ :

নওগাঁর বদলগাছীতে প্রকাশ্য দিবালোকে সরকারি নার্স কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

রোববার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই কোয়ার্টারের দোতালার পাশাপাশি দুটি ফ্লাটের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চোরেরা ১৩ লক্ষ টাকা মূল্যের ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ওই দুটি ফ্লাটে নার্স জরিনা আকতার ও নাহিদ হায়দার বসবাস করতেন।

সিনিয়র নার্স জরিনা আকতারের স্বামী মিজানুর রহমান জানান, তিনি বাইরে থেকে এসে দেখেন দরজা খোলা, সবকিছু এলোমেলো, ওয়াড্রোবের তালা ভাঙ্গা। সেখানে তাদের সারাজীবনের সঞ্চয়ে কেনা ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার ছিল। সব খোয়া গেছে।

পাশের বাসার স্টাফ নার্স নাহিদ হায়দার জানান, তারা স্বামী-স্ত্রী দুজনে হাসপাতালে ডিউটিরত ছিলেন। বাসায় এসে দেখতে পান দরজার তালা ভাঙ্গা। ঘরের ওয়ারড্রোবের ড্রয়ার খোলা। সেখানে ২ ভরি ওজনের স্বর্ণালংকার ছিল।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, থানার এসআই আলীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।#