মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ৩০ ডিসেম্বর ২০১৯ :
রবিবার সকালে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর উদ্যোগে লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি কর্মকর্তা আব্দুর রউফ পাভেল।
প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল গ্রামবাংলার হারিয়ে যাওয়া পল্লীগীতি, দেশের গান, লোকজ নৃত্য। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান ও নাচ তুলে ধরা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শতাধিক ছাত্র-ছাত্রী এতে অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। #