
মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১৫ আগস্ট ২০২২ :
নওগাঁর ১৪ ও ১৬ বিজিবি’র যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসে ধামইরহাটে বিনামুল্যে বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা, বিভিন্ন প্যাথলজিকেল পরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।
সোমবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার শেষ সীমান্ত পাগলা দেওয়ান ক্যাম্পের অদুরে জগদীশপুর মাদারচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনছারী।
