নওগাঁ ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে চুরি হওয়া সিএনজি বগুড়া থেকে উদ্ধার<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ৯ আগষ্ট ২০২২ :

নওগাঁর রাণীনগর থেকে চুরি হওয়া সিএনজি পুলিশ বগুড়া থেকে উদ্ধার করেছে। এ চুরির সাথে জড়িত থাকার দায়ে পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার (৮ আগষ্ট) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।

আটকরা হলো বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে ক্যাইলা (৩০) ও বগুড়া সদরের চান্দপাড়া সাবগ্রামের আবদুস সামাদের ছেলে হাবিল উদ্দীন (৫২)।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত ৬আগষ্ট রাতে উপজেলার পারইল বিশিয়া গ্রামের রতন আলীর একটি সিএনজি চুরি হয়। রতন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার চকরুপ গ্রামের একটি গ্যারেজের সামনে থেকে চুরি যাওয়া সিএনজি উদ্ধার ও দুই জনকে আটক করেন।#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে চুরি হওয়া সিএনজি বগুড়া থেকে উদ্ধার<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ৯ আগষ্ট ২০২২ :

নওগাঁর রাণীনগর থেকে চুরি হওয়া সিএনজি পুলিশ বগুড়া থেকে উদ্ধার করেছে। এ চুরির সাথে জড়িত থাকার দায়ে পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার (৮ আগষ্ট) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।

আটকরা হলো বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে ক্যাইলা (৩০) ও বগুড়া সদরের চান্দপাড়া সাবগ্রামের আবদুস সামাদের ছেলে হাবিল উদ্দীন (৫২)।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত ৬আগষ্ট রাতে উপজেলার পারইল বিশিয়া গ্রামের রতন আলীর একটি সিএনজি চুরি হয়। রতন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার চকরুপ গ্রামের একটি গ্যারেজের সামনে থেকে চুরি যাওয়া সিএনজি উদ্ধার ও দুই জনকে আটক করেন।#