নওগাঁ ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

২২ বছর পর রাস্তা পেল পোরশার ছাওড় শিয়ালডাংগা গ্রামের আদিবাসীরা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৭ আগষ্ট ২০২২ :

গ্রামের নাম শিয়ালডাংগা। নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি আদিবাসী গ্রাম। ২০০১ সালে গ্রামটি প্রতিষ্ঠিত। তখন থেকে এখানে বিভিন্ন গোত্রের শুধু আদিবাসী নারী-পুরুষের বাস। বর্তমানে গ্রামটির ২৬টি বাড়িতে দেড় শতাধিক মানুষের বসবাস।

গত ২২বছর গ্রামটিতে প্রবেশের কোন রাস্তা ছিলনা। গ্রামের সকলেই বিভিন্ন দিক দিয়ে ঘুরে গ্রামে প্রবেশ করতেন। এতে চিকিৎসাসহ তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ায় ভোগান্তি পোহাতে হতো। এতদিন কোন জনপ্রতিনিধিও তাদের গ্রামে ঢোকার একটি রাস্তা নির্মাণের কোন পদক্ষেপ নেননি।

এবার তারা নিজেরাই তাদের গ্রামে যাবার একটি রাস্তা তৈরি করেছে। গ্রামে প্রবেশের রাস্তা পেয়ে তারা বেজায় খুশি। এজন্য তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিয়ালডাংগায় বসবাসকারী শ্রী রঞ্জন তিরকী, বিশ্বনাথ খালকো, ধীরেন টপ্প, শ্রীমতি মনিকা খালকো, বিশদ মনি এক্কা প্রমুখ জানান, ২২বছর পর রাস্তা পেয়ে গ্রামের আদিবাসীরা খুব খুশি। সকলের সহযোগীতায় তরা রাস্তাটি তৈরী হয়েছে। এতে কেউ তাদের বাঁধা দেননি।

তারা জানান, রাস্তা না থাকায় এতদিন গ্রামের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে পারেননি। ছেলে-মেয়েরা ঠিকমত বিদ্যালয়ে যেতে পারেননি। বর্ষা আসলে চলাচলের খুব অসুবিধা হতো। এখন রাস্তাটি হওয়ায় তারা সবই করতে পারছেন। এটা সম্ভব হয়েছে সকলের সহযোগীতার জন্য। তারা সকলের কাছে কৃতজ্ঞ। #

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

২২ বছর পর রাস্তা পেল পোরশার ছাওড় শিয়ালডাংগা গ্রামের আদিবাসীরা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৭ আগষ্ট ২০২২ :

গ্রামের নাম শিয়ালডাংগা। নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি আদিবাসী গ্রাম। ২০০১ সালে গ্রামটি প্রতিষ্ঠিত। তখন থেকে এখানে বিভিন্ন গোত্রের শুধু আদিবাসী নারী-পুরুষের বাস। বর্তমানে গ্রামটির ২৬টি বাড়িতে দেড় শতাধিক মানুষের বসবাস।

গত ২২বছর গ্রামটিতে প্রবেশের কোন রাস্তা ছিলনা। গ্রামের সকলেই বিভিন্ন দিক দিয়ে ঘুরে গ্রামে প্রবেশ করতেন। এতে চিকিৎসাসহ তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ায় ভোগান্তি পোহাতে হতো। এতদিন কোন জনপ্রতিনিধিও তাদের গ্রামে ঢোকার একটি রাস্তা নির্মাণের কোন পদক্ষেপ নেননি।

এবার তারা নিজেরাই তাদের গ্রামে যাবার একটি রাস্তা তৈরি করেছে। গ্রামে প্রবেশের রাস্তা পেয়ে তারা বেজায় খুশি। এজন্য তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিয়ালডাংগায় বসবাসকারী শ্রী রঞ্জন তিরকী, বিশ্বনাথ খালকো, ধীরেন টপ্প, শ্রীমতি মনিকা খালকো, বিশদ মনি এক্কা প্রমুখ জানান, ২২বছর পর রাস্তা পেয়ে গ্রামের আদিবাসীরা খুব খুশি। সকলের সহযোগীতায় তরা রাস্তাটি তৈরী হয়েছে। এতে কেউ তাদের বাঁধা দেননি।

তারা জানান, রাস্তা না থাকায় এতদিন গ্রামের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে পারেননি। ছেলে-মেয়েরা ঠিকমত বিদ্যালয়ে যেতে পারেননি। বর্ষা আসলে চলাচলের খুব অসুবিধা হতো। এখন রাস্তাটি হওয়ায় তারা সবই করতে পারছেন। এটা সম্ভব হয়েছে সকলের সহযোগীতার জন্য। তারা সকলের কাছে কৃতজ্ঞ। #