নওগাঁ ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

একসাথে তিন জমজ সন্তানের জন্ম দিলেন নওগাঁর গৃহবধূ নাজমুন্নাহার<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২২ :

কোন অস্ত্রোপচার ছাড়াই একসাথে তিন জমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নওগাঁর গৃহবধূ নাজমুন্নাহার বেগম (২২)। তিনি নওগাঁ শহরের তোফায়েল আহমেদের স্ত্রী। শুক্রবার (৫ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক উপায়ে এই তিন কন্যার জন্ম হয়। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে।

নওগাঁর একটি বেসরকারী ক্লিনিকে কর্মরত তোফায়েল আহমেদ জানান, তার স্ত্রী এই প্রথম মা হলেন। দুই মাস আগে তাঁর স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে বড় হলে আলট্রাসনোগ্রাম করে জানতে পারেন যে তার স্ত্রীর পেটে তিনটি সন্তান রয়েছে। তখন থেকেই তার অতিরিক্ত যত্ম নেয়া শুরু করেন।

তিনি জানান, এমাসের ১ তারিখ তার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের প্রথম সন্তানটি ভূমিষ্ঠ হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাকি দুই সন্তান ভূমিষ্ঠ হয়। অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। স্বাভাবিকভাবেই তিন সন্তানের জন্ম হয়েছে।

প্রথম মা হওয়া নাজমুন্নাহার একসাথে তিন সন্তানকে দুধ খাওয়াতে হিমসিম খাচ্ছেন। ঠিকমত বুকের দুধ দিতে না পারায় পেট ভরছেনা সন্তানদের। তাই ডাক্তারের পরামর্শে কৌটার দুধ (ফর্মুলা দুধ) খাওয়াচ্ছেন। পাশাপাশি শুইয়ে রাখা ফুটফুটে তিন নবজাতকের কোনো কান্নাকাটি নেই। চুপচাপ শুয়ে থাকে। বেশির ভাগ সময় ঘুমিয়েই কাটাচ্ছে। সকলে সুস্থ থাকায় ডাক্তার রোববার তাঁদের রিলিজ দিতে পারেন বলেও জানান।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

একসাথে তিন জমজ সন্তানের জন্ম দিলেন নওগাঁর গৃহবধূ নাজমুন্নাহার<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২২ :

কোন অস্ত্রোপচার ছাড়াই একসাথে তিন জমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নওগাঁর গৃহবধূ নাজমুন্নাহার বেগম (২২)। তিনি নওগাঁ শহরের তোফায়েল আহমেদের স্ত্রী। শুক্রবার (৫ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক উপায়ে এই তিন কন্যার জন্ম হয়। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে।

নওগাঁর একটি বেসরকারী ক্লিনিকে কর্মরত তোফায়েল আহমেদ জানান, তার স্ত্রী এই প্রথম মা হলেন। দুই মাস আগে তাঁর স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে বড় হলে আলট্রাসনোগ্রাম করে জানতে পারেন যে তার স্ত্রীর পেটে তিনটি সন্তান রয়েছে। তখন থেকেই তার অতিরিক্ত যত্ম নেয়া শুরু করেন।

তিনি জানান, এমাসের ১ তারিখ তার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের প্রথম সন্তানটি ভূমিষ্ঠ হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাকি দুই সন্তান ভূমিষ্ঠ হয়। অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। স্বাভাবিকভাবেই তিন সন্তানের জন্ম হয়েছে।

প্রথম মা হওয়া নাজমুন্নাহার একসাথে তিন সন্তানকে দুধ খাওয়াতে হিমসিম খাচ্ছেন। ঠিকমত বুকের দুধ দিতে না পারায় পেট ভরছেনা সন্তানদের। তাই ডাক্তারের পরামর্শে কৌটার দুধ (ফর্মুলা দুধ) খাওয়াচ্ছেন। পাশাপাশি শুইয়ে রাখা ফুটফুটে তিন নবজাতকের কোনো কান্নাকাটি নেই। চুপচাপ শুয়ে থাকে। বেশির ভাগ সময় ঘুমিয়েই কাটাচ্ছে। সকলে সুস্থ থাকায় ডাক্তার রোববার তাঁদের রিলিজ দিতে পারেন বলেও জানান।#