
পরীক্ষামূলক সম্প্রচার :
আত্রাইয়ে তিনটি খাল পূণ:খনন : ভাগ্য বদলাবে ১২ হাজার চাষির<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০১:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
- ১০১৮

এক হাজার দু’শ সদস্য বিশিষ্ট গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নওগাঁ ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ খাল তিনটির খনন কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তিন ফিট গভীর ও ১৫ ফিট চওড়া করে খালগুলো খনন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, আত্রাই বুড়িগঞ্জ খাল খননের ফলে আত্রাই, বুড়িগঞ্জ, পাচুপুর বিহারীপুরসহ আরও কিছু গ্রাম, ইসলামগাথি মারিয়া কাশিয়াবাড়ি খাল খননের ফলে চৌথল, নওদুলী, শফিকপুর, বাশবাড়িয়া, কচুয়া, পোওয়াতাসহ বেশ কিছু গ্রাম, চকতেমুখ ইসলামগাথি খাল খননের ফলে গুড়নই, জগদশ, নৈদীঘি, পতিসর, তেতুলিয়া পর্যন্ত এবং বরশাতা, নন্দীগ্রাম, ইসলামগাথী, খরসতীসহ আরও কিছু গ্রামের কৃষকেরা কৃষি চাষের ক্ষেত্রে সুবিধা পাবেন। এরই মধ্যে খাল তিনটি পূণ:খননের সুফল ভোগ করতে শুরু করেছেন উপকারভোগীরা। তিনটি খাল খননের ফলে মাল্টিডাইমেশন উপকার পাচ্ছেন তারা।
সর্বোচ্চ পঠিত