
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জুলাই ২০২২ :

সাংবাদিকদের সমাবেশ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় ফোরামের নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন কাচারী পাড়ায় অবস্থিত

প্যারিমোহন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন প্রধান অতিথি

এবং উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস, এম, আজাদ হোসেন মুরাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফোরমের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি এম, আর, রকি, সদ্য কারামুক্ত সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো ও কাজী সামছুজ্জোহা মিলন, আত্রাই উপজেলার নির্যাতিতা সাংবাদিক মিতু বেগম,

সংগঠনের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুণ মজুমদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বদলগাছী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক দুলু প্রমুখ।

সাংবাদিক আমিনুর রহমান খোকন, মাহবুব হোসেন, এম, এ, রশিদ, লিয়াকত আলী বাবলুসহ নওগাঁ, বদলগাছী ও মহাদেবপুরের সাংবাদিকেরা এতে উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।#
