নওগাঁর নিয়ামতপুরে বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা সদরের কাঁচাবাজারে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি হায়দার আলী এতে সভাপতিত্ব করেন। সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, নিয়ামতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফইম উদ্দিন, সমিতির উপদেষ্টা বিমল কুমার প্রামানিক, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।#