নওগাঁর নিয়ামতপুরে অগ্নিকান্ডে একটি কনফেকশনারী দোকানের অর্ধ লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টায় উপজেলা সদরের বাজারে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।
ওই দোকানের মালিক উপজেলা সদরের বালাহৈর গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে মকবুল হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় যান। স্থানীয়দের মোবাইলফোনে আগুন লাগার খবর শুনে দোকানে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দোকানের সব কিছু পুড়ে ছাঁই হয়।
নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।#