নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী প্রয়াত মেয়ের নামে নির্মিত মসজিদ উদ্বোধন করেছেন উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার। উপজেলা সদরের টিএন্ডটি সড়কের বেলীর মোড়ে তার প্রয়াত মেয়ের নামে ‘আসমাউল হুসনা জামেহ মসজিদটি’ নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এ উপলক্ষে ওই মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শুরুতে তিনি মসজিদটির উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, প্রয়াত আসমাউল হোসনার স্বামী মো. মতিউর রহমান সুমন, একমাত্র ছেলে ইয়ান রহমান, ভগ্নিপতি জাবিদ হোসেন মৃদ্যু, ভাই সেতু, সুমন, আসাদুজ্জামান, খালু হোসেন আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন চকভারুনিয়া পীর ক্যাবলার নাতনী জামাতা মাওলানা আব্দুস সালাম।