নওগাঁ ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে মেয়ের নামে মসজিদ উদ্বোধন করলেন চেয়ারম্যান ওবায়দুল সরকার<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২৯ জুলাই ২০২২ :

নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী প্রয়াত মেয়ের নামে নির্মিত মসজিদ উদ্বোধন করেছেন উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার। উপজেলা সদরের টিএন্ডটি সড়কের বেলীর মোড়ে তার প্রয়াত মেয়ের নামে ‘আসমাউল হুসনা জামেহ মসজিদটি’ নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এ উপলক্ষে ওই মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শুরুতে তিনি মসজিদটির উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, প্রয়াত আসমাউল হোসনার স্বামী মো. মতিউর রহমান সুমন, একমাত্র ছেলে ইয়ান রহমান, ভগ্নিপতি জাবিদ হোসেন মৃদ্যু, ভাই সেতু, সুমন, আসাদুজ্জামান, খালু হোসেন আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন চকভারুনিয়া পীর ক্যাবলার নাতনী জামাতা মাওলানা আব্দুস সালাম।

ওই মসজিদে অসংখ্য মুসল্লি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে মেয়ের নামে মসজিদ উদ্বোধন করলেন চেয়ারম্যান ওবায়দুল সরকার<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২৯ জুলাই ২০২২ :

নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী প্রয়াত মেয়ের নামে নির্মিত মসজিদ উদ্বোধন করেছেন উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার। উপজেলা সদরের টিএন্ডটি সড়কের বেলীর মোড়ে তার প্রয়াত মেয়ের নামে ‘আসমাউল হুসনা জামেহ মসজিদটি’ নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এ উপলক্ষে ওই মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শুরুতে তিনি মসজিদটির উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, প্রয়াত আসমাউল হোসনার স্বামী মো. মতিউর রহমান সুমন, একমাত্র ছেলে ইয়ান রহমান, ভগ্নিপতি জাবিদ হোসেন মৃদ্যু, ভাই সেতু, সুমন, আসাদুজ্জামান, খালু হোসেন আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন চকভারুনিয়া পীর ক্যাবলার নাতনী জামাতা মাওলানা আব্দুস সালাম।

ওই মসজিদে অসংখ্য মুসল্লি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।#