প্রকাশের সময় :
১০:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
৯৭১
মহাদেবপুর দর্পণ, পোরশা ( নওগাঁ), ১২ মার্চ : পোরশায় আয়োজিত স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ মার্চ ২০২২ :
নওগাঁর ১১ উপজেলার শিক্ষা, ব্যবসায় প্রভৃতি ডিজিটাইজেশনের মাধ্যমে ই-নওগাঁ বিনির্মাণে কাজ করছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা ডিজিটাল লিমিটেড। তাদের তৈরি ৫টি সফ্টওয়ারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় প্রভৃতি খাত ডিজিটাইজেশনের কাজ করছেন। ইতিমধ্যেই শিক্ষা খাতকে পুরোপুরি ডিজিটাইজেশনের কাজ এগিয়েছে অনেকদূর। এক্ষেত্রে রাষ্টায়ত্ব সোনালী ব্যাংক লিমিটেডের সাথে স্টাটিজিক পার্টনার হিসেবে যৌথভাবে কাজ করছেন তারা।
তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সেবা সিএমএম এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশযোগ্য তথ্য অতি সহজে ডাইনামিকভাবে প্রকাশ করা যায়। এতে উপকৃত হন শিক্ষার্থী, অভিভাবক। তাদের উদ্ভাবিত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক ‘সেবা শিক্ষা’ সফ্টওয়ারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, স্টাফদের ডাটাবেইজ, স্বয়ংক্রিয় রেজাল্ট, টেবুলেশন, প্রোগ্রেস রিপোর্ট, আইডি, এ্যাডমিট, টিসি ও অন্যান্য রিপোর্ট, এটেনডেন্স, অনলাইনে ভর্তি, স্বাধীন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বেতন, ফিস প্রদান, ম্যাসেজের মাধ্যমে যে কোন তথ্য আদান প্রদান প্রভৃতি কাজ করা যায়।
সেবা ডিজিটাল লিমিটেডের ব্যবস্থানা পরিচালক তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, ‘আমরা নওগাঁর সবকিছুকে ডিজিটাইজেশন করতে চাই। এজন্য আমাদের একাউন্টিং সফ্টওয়ার, এনজিও ম্যানেজমেন্ট, রেষ্টুরেন্ট ম্যানেজমেন্ট, ব্যবসায় বাণিজ্য, প্যাকেজিং প্রভৃতি বিষয়ে বেশ কিছু সফ্টওয়ার রয়েছে। উত্তরাঞ্চলের শস্যভান্ডার খ্যাত নওগাঁয় ১ হাজার ২শ’ চাল কল রয়েছে। এগুলোর বিশাল হিবাস নিকাশ সহজ না হওয়ায় বেশিরভাগই ঋণ খেলাপী হয়েছেন। একাউন্টিং সফ্টওয়ার চালু করলে এসব প্রতিষ্ঠানের সব কিছু সহজ হবে।’
তিনি জানান, নওগাঁয় স্কুল ডিজিটাইজেশনের মাধ্যমে শিক্ষাখাতকে পুরোপুরি আধুনিক করার কাজ চলছে এখন। ইতিমধ্যেই তারা কয়েকটি উপজেলায় এবিষয়ে সেমিনারের আয়োজন করেন।
এই প্রতিষ্ঠানের নওগাঁর জেলা ব্যবস্থাপক মতিউর রহমান মিলন জানান, গত ৯ মার্চ সেবা ডিজিটাল লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেড পোরশা শাখার উদ্যোগে শাখা কার্যালয়ে ‘স্কুল ব্যাংকিং, সোনালী ই-সেবার মাধ্যমে অনলাইন ফিস পেমেন্ট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার ৫০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এতে অংশ নেন।#