
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৫ মার্চ ২০২২ :
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দীন (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ মার্চ) বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশিদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সহযোগী সদস্য ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ ও গোলাম সামদানী।
