নওগাঁ ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁ প্রেসক্লাবের সভাপতি কায়েস সম্পাদক ছোটন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৫ মার্চ ২০২২ :

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দীন (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশিদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সহযোগী সদস্য ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ ও গোলাম সামদানী।

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ৫ মার্চ ২০২২ : (বাম থেকে) সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটন

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হারুন অল রশিদ জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪০ জন। এদের মধ্যে ৩৭ জন ভোটাধিকার প্রদান করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতির দুইটি পদে এ.এস.এম রায়হান আলম (এটিএন বাংলা/এটিএন নিউজ) ও সুলতানুল আলম মিলন (মুক্ত খবর )।

যুগ্ম-সম্পাদকের দুইটি পদে আব্দুর রউফ পাভেল (জি টিভি, দৈনিক ঢাকা ট্রিবিউন) ও এ কে সাজু (ডিবিসি নিউজ)।

অর্থ-সম্পাদক পদে বাবুল আক্তার রানা (বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪)। দফতর সম্পাদক পদে আবু রায়হান রাসেল (দৈনিক আলোকিত সকাল)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুদ রানা (দৈনিক কালবেলা)।

কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো. নবীর উদ্দিন (দৈনিক করতোয়া), আসাদুর রহমান জয় (এনটিভি), আব্দুর রউফ রিপন (দীপ্ত টিভি, দৈনিক সোনার দেশ), ওবায়দুল হক (ডেইলি অবজারভার), এমদাদুল হক সুমন দৈনিক ইনকিলাব) ও ওমর ফারুক (প্রথম আলো)।#

আপলোডকারীর তথ্য

নওগাঁ প্রেসক্লাবের সভাপতি কায়েস সম্পাদক ছোটন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৫ মার্চ ২০২২ :

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দীন (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশিদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সহযোগী সদস্য ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ ও গোলাম সামদানী।

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ৫ মার্চ ২০২২ : (বাম থেকে) সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটন

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হারুন অল রশিদ জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪০ জন। এদের মধ্যে ৩৭ জন ভোটাধিকার প্রদান করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতির দুইটি পদে এ.এস.এম রায়হান আলম (এটিএন বাংলা/এটিএন নিউজ) ও সুলতানুল আলম মিলন (মুক্ত খবর )।

যুগ্ম-সম্পাদকের দুইটি পদে আব্দুর রউফ পাভেল (জি টিভি, দৈনিক ঢাকা ট্রিবিউন) ও এ কে সাজু (ডিবিসি নিউজ)।

অর্থ-সম্পাদক পদে বাবুল আক্তার রানা (বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪)। দফতর সম্পাদক পদে আবু রায়হান রাসেল (দৈনিক আলোকিত সকাল)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুদ রানা (দৈনিক কালবেলা)।

কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো. নবীর উদ্দিন (দৈনিক করতোয়া), আসাদুর রহমান জয় (এনটিভি), আব্দুর রউফ রিপন (দীপ্ত টিভি, দৈনিক সোনার দেশ), ওবায়দুল হক (ডেইলি অবজারভার), এমদাদুল হক সুমন দৈনিক ইনকিলাব) ও ওমর ফারুক (প্রথম আলো)।#