
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৮ ফেব্রুয়ারি ২০২২ :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সূদুরপ্রসারী নেতৃত্বের কারনে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তানকে অনেক আগেই ছাড়িয়ে গেছে। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। পাকিস্তানের জনগনের কাছে বাংলাদেশ এখন উদাহরন। পাকিস্তানের জনগন এখন সে দেশকে বাংলাদেশ বানানোর আহবান জানাচ্ছেন।’
মন্ত্রী বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় নওগাঁ জিলা স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ পৌর শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি এখন সব বিষয় নিয়ে অখুশি। দেশের মানুষ খুশি হওয়ায় অখুশি। আবার তাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ায় অখুশি। বিএনপি’র আর কোন রাজনীতি নাই। বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ই তাদের এখন একমাত্র রাজনীতি।’
চলমান নির্বাচন গঠন নিয়ে বিএনপি’র ভুমিকার সমালোচান করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের অপরাপর রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজের সকলেই যখন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নিকট নাম জমা দিয়েছে তখন বিএনপি সেখান থেকে দূরে থাকলো। দেশের সকল সুশীল সমাজের মানুষ যখন প্রায় ৩শ জন মানুষের নাম সার্চ কমিটির নিকট জমা দিয়েছেন, তখন বিএনপি নাম জমা দিল কি না দিল তাতে কিছ যায় আসে না। তবে বিএনপি সরাসরি নাম জমা না দিলেও তাদের মনোনীত ব্যক্তিরা নাম ঠিকই জমা দিয়েছে।’
