নওগাঁ ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৭ ফেব্রুয়ারি ২০২২ :

সড়ক দুর্ঘটনা রোধ এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের দাবি ও সিয়াম হত্যার বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন নিহত সিয়ামের বড় ভাই সজিব হোসেন।

অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দি-হাঙ্গার প্রজেক্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আছির উদ্দিন, মাদক ও বাল্যবিবাহমুক্ত পত্নীতলা উপজেলা গড়তে চাই এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাহমুদুন্নবী, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আজাদ, নজিপুর পরিবার, অদম্য, পউস এর সদস্যসহ ৫ শতাধিক শিক্ষার্থী ও যুব সমাজ মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘পত্নীতলার মহাসড়কে দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তাই আমরা নিরাপদ সড়ক চাই। আগামী সাত দিনের মধ্যে আমাদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে কঠোর আন্দোলন দেওয়া হবে।’

৮ দফা দাবির মধ্যে রয়েছে, সড়কে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি দ্রুত সরানো, মেইন সড়কগুলো দ্রুত মেরামত, স্কুল-কলেজের রাস্তার পাশে জেব্রা ক্রসিং, রাস্তার পাশে ইট বালি না রাখা, যানবাহনের সর্বোচ্চ গতিনির্দেশক চিহ্ন বাস্তবায়ন, সবার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কম বয়সী ছেলেমেয়েদের মোটরসাইকেল চালানোতে নিষিদ্ধকরণ, নজিপুর গোল চত্বরে ট্রাফিক পুলিশ নিয়োগ, পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সড়ক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া দিনে মহাসড়কে সব বালুবাহী ট্রাক্টর, কাকরা, ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ সড়কে বিশৃঙ্খলতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পত্নীতলা-ধামইরহাট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক্টর চাপায় শিক্ষার্থী সিয়াম হোসেন (১৯) নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় এলাকাবাসীসহ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৪৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৭ ফেব্রুয়ারি ২০২২ :

সড়ক দুর্ঘটনা রোধ এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের দাবি ও সিয়াম হত্যার বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন নিহত সিয়ামের বড় ভাই সজিব হোসেন।

অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দি-হাঙ্গার প্রজেক্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আছির উদ্দিন, মাদক ও বাল্যবিবাহমুক্ত পত্নীতলা উপজেলা গড়তে চাই এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাহমুদুন্নবী, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আজাদ, নজিপুর পরিবার, অদম্য, পউস এর সদস্যসহ ৫ শতাধিক শিক্ষার্থী ও যুব সমাজ মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘পত্নীতলার মহাসড়কে দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তাই আমরা নিরাপদ সড়ক চাই। আগামী সাত দিনের মধ্যে আমাদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে কঠোর আন্দোলন দেওয়া হবে।’

৮ দফা দাবির মধ্যে রয়েছে, সড়কে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি দ্রুত সরানো, মেইন সড়কগুলো দ্রুত মেরামত, স্কুল-কলেজের রাস্তার পাশে জেব্রা ক্রসিং, রাস্তার পাশে ইট বালি না রাখা, যানবাহনের সর্বোচ্চ গতিনির্দেশক চিহ্ন বাস্তবায়ন, সবার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কম বয়সী ছেলেমেয়েদের মোটরসাইকেল চালানোতে নিষিদ্ধকরণ, নজিপুর গোল চত্বরে ট্রাফিক পুলিশ নিয়োগ, পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সড়ক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া দিনে মহাসড়কে সব বালুবাহী ট্রাক্টর, কাকরা, ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ সড়কে বিশৃঙ্খলতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পত্নীতলা-ধামইরহাট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক্টর চাপায় শিক্ষার্থী সিয়াম হোসেন (১৯) নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় এলাকাবাসীসহ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।#