বিশ্ব ভালোবাসা দিবসে গ্রাহকদের প্রতি ভালোবাসা জানিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর এলাকায় কার্যালয়ে ঢোকার মূল গেটে সংলগ্ন উত্তরপার্শ্বে ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করতে ও ব্যাংকিং লেনদেনে সহায়তায় সোনালী ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার উপহার ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পিএএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে এটিএম বুথ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক রাজশাহীর জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা: জাহিদ তার সঙ্গে ছিলেন।
ব্যাংকের নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে এজিএম হাফিজার রহমান প্রাং, প্রিন্সিপাল অফিসার জবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মাদ ইব্রাহিম, ডিডিএলজি উত্তম কুমার রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনসহ সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।#