নওগাঁ ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে ক্লাস্টার সরিষা প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ১২ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর রাণীনগরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট এনএটিপি-২ ডিএই ২০২১-২২ অর্থ বছরের আওতায় ক্লাস্টার প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সিম্বা মাঠে ক্লাস্টার সরিষা প্রদর্শনী শেষে সিম্বা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রুনা লায়লা, আমিনুল ইসলাম, প্রদর্শনী কৃষক সেফাতুল্লা প্রমুখ।

সিম্বা ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা রুনা লায়লা বলেন, ‘তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রোপা আমন ধান কর্তন ও বোরো ধান রোপনের আগে যে সময়ে জমি পতিত থাকে সে সময়ে সরিষার চাষ করার লক্ষ্যে সিম্বা গ্রামের কৃষক সেফাতুল্লাকে উৎসাহ দিয়ে কৃষি অফিসের সহযোগিতায় এই প্রথম অত্র এলাকায় ৮ বিঘা জমিতে বারি সরিষা ১৭ জাতের সরিষা চাষ করান তিনি। বিঘা প্রতি ফলন হয় ৭ মণ। সেফাতুল্লা প্রতি মন সরিষার বাজার মূল্য পেয়েছেন প্রায় ২ হাজার ৭০০ টাকা। এতে গ্রামের অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়ে সরিষা চাষে আগ্রহী হয়েছেন। আশা করছি আগামী বছর এই এলাকায় ব্যাপক সরিষার চাষ হবে।’#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ক্লাস্টার সরিষা প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ১২ ফেব্রুয়ারি ২০২২ :

নওগাঁর রাণীনগরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট এনএটিপি-২ ডিএই ২০২১-২২ অর্থ বছরের আওতায় ক্লাস্টার প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সিম্বা মাঠে ক্লাস্টার সরিষা প্রদর্শনী শেষে সিম্বা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রুনা লায়লা, আমিনুল ইসলাম, প্রদর্শনী কৃষক সেফাতুল্লা প্রমুখ।

সিম্বা ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা রুনা লায়লা বলেন, ‘তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রোপা আমন ধান কর্তন ও বোরো ধান রোপনের আগে যে সময়ে জমি পতিত থাকে সে সময়ে সরিষার চাষ করার লক্ষ্যে সিম্বা গ্রামের কৃষক সেফাতুল্লাকে উৎসাহ দিয়ে কৃষি অফিসের সহযোগিতায় এই প্রথম অত্র এলাকায় ৮ বিঘা জমিতে বারি সরিষা ১৭ জাতের সরিষা চাষ করান তিনি। বিঘা প্রতি ফলন হয় ৭ মণ। সেফাতুল্লা প্রতি মন সরিষার বাজার মূল্য পেয়েছেন প্রায় ২ হাজার ৭০০ টাকা। এতে গ্রামের অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়ে সরিষা চাষে আগ্রহী হয়েছেন। আশা করছি আগামী বছর এই এলাকায় ব্যাপক সরিষার চাষ হবে।’#