নওগাঁ ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় কবি সোবহান সেতুর ‘মায়াবতীর উপাখ্যান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৩০ জানুয়ারি ২০২২ :

নওগাঁয় কবি সোবহান সেতুর ‘মায়াবতীর উপাখ্যান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জিলা স্কুলে এ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজন করে।

নওগাঁ জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্রী শক্তিপদ চেšধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে তফসির উদ্দিন, গবেষক ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, কবি সোবহান সেতু প্রমুখ বক্তব্য রাখেন।

পরে দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মূস্তাফার কন্ঠে কবি সোবহান সেতুর চারটি কবিতার অডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আতিক রহমান।

বক্তারা শিক্ষিত ও সুস্থ ধারার সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বই পড়ার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক কবি-সাহিত্যিক, গবেষক, শিল্পী, গন্যমান্য ব্যক্তি ও জিলা স্বুলের এসএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নওগাঁয় কবি সোবহান সেতুর ‘মায়াবতীর উপাখ্যান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৩০ জানুয়ারি ২০২২ :

নওগাঁয় কবি সোবহান সেতুর ‘মায়াবতীর উপাখ্যান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জিলা স্কুলে এ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজন করে।

নওগাঁ জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্রী শক্তিপদ চেšধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে তফসির উদ্দিন, গবেষক ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, কবি সোবহান সেতু প্রমুখ বক্তব্য রাখেন।

পরে দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মূস্তাফার কন্ঠে কবি সোবহান সেতুর চারটি কবিতার অডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আতিক রহমান।

বক্তারা শিক্ষিত ও সুস্থ ধারার সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বই পড়ার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক কবি-সাহিত্যিক, গবেষক, শিল্পী, গন্যমান্য ব্যক্তি ও জিলা স্বুলের এসএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#