নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন অন্বেষা নিশান ক্লাবের ২০২১ সালের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে মরসুলা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে করোনা পরিস্থিতির কারনে মুল মঞ্চের সাথে ভার্চুয়ালী পৃথক ৫টি প্যান্ডেল যুক্ত করে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়। এসব প্যান্ডেলের প্রতিটিতে সরকারী বিধি মোতাবেক ১০০ জন করে সদস্য আসনগ্রহণ করেন।
ক্লাবের সভাপতি মো: জাহিদুল ইসলাম ধলুর সভাপতিত্বে আয়োজিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাধারন সম্পাদক নূর ই আলম মিঠু বার্ষিক সাংগঠনিক রিপোর্ট এবং কোষাধ্যক্ষ মো: শফিউল আলম আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন।
ক্লাবের উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম সামদানী, এবিএম রফিকুল ইসলাম, মো: খলিলুর রহমান, আব্দুল মতিন, কার্য নির্বাহী সদস্যসহ ৫ শতাধিক সদস্য এতে অংশ নেন। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।#