নওগাঁ ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

হাফ ভাড়া ভিক্ষা নয়, অধিকার–নওগাঁয় মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৫ ডিসেম্বর ২০২১ :

‘গণ-পরিবহণে হাফ ভাড়া ভিক্ষা নয়, ছাত্রছাত্রীদের ন্যয়সঙ্গত অধিকার’, বলেছেন নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা।

রোববার (৫ ডিসেম্বর) বিকের ৫টায় ফ্রন্টের উদ্যোগে ‘গণ-পরিবহণে নির্ধারিত সময়ে নয়, সব সময় ছাত্রছাত্রীদের হাফ ভাড়ার দাবিতে’ নওগাঁ শহরের লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাষ্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

তারা আরো বলেন, স্কুল কলেজের নির্ধারিত সময়ের পরে শিক্ষার্থীরা কি আর শিক্ষার্থী থাকে না? নাকি কামলা হয়ে যায়!
বক্তারা নিরাপদ সড়কেরও দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শিশির, অভিভাবক আমিনুল ইসলাম লিপু প্রমুখ।#

আপলোডকারীর তথ্য

হাফ ভাড়া ভিক্ষা নয়, অধিকার–নওগাঁয় মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৫ ডিসেম্বর ২০২১ :

‘গণ-পরিবহণে হাফ ভাড়া ভিক্ষা নয়, ছাত্রছাত্রীদের ন্যয়সঙ্গত অধিকার’, বলেছেন নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা।

রোববার (৫ ডিসেম্বর) বিকের ৫টায় ফ্রন্টের উদ্যোগে ‘গণ-পরিবহণে নির্ধারিত সময়ে নয়, সব সময় ছাত্রছাত্রীদের হাফ ভাড়ার দাবিতে’ নওগাঁ শহরের লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাষ্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

তারা আরো বলেন, স্কুল কলেজের নির্ধারিত সময়ের পরে শিক্ষার্থীরা কি আর শিক্ষার্থী থাকে না? নাকি কামলা হয়ে যায়!
বক্তারা নিরাপদ সড়কেরও দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শিশির, অভিভাবক আমিনুল ইসলাম লিপু প্রমুখ।#