রোববার (৫ ডিসেম্বর) বিকের ৫টায় ফ্রন্টের উদ্যোগে ‘গণ-পরিবহণে নির্ধারিত সময়ে নয়, সব সময় ছাত্রছাত্রীদের হাফ ভাড়ার দাবিতে’ নওগাঁ শহরের লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাষ্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।
তারা আরো বলেন, স্কুল কলেজের নির্ধারিত সময়ের পরে শিক্ষার্থীরা কি আর শিক্ষার্থী থাকে না? নাকি কামলা হয়ে যায়! বক্তারা নিরাপদ সড়কেরও দাবি জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শিশির, অভিভাবক আমিনুল ইসলাম লিপু প্রমুখ।#