নওগাঁ ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরের ৮ ইউপিতে চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ নভেম্বর ২০২১ :

নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। ৭ টিতে ব্যালটের মাধ্যমে ও শুধুমাত্র কাশিমপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বিঘেœ ভোটাররা ভোট প্রদান করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

কালীগ্রাম ইউনিয়নের কসবা ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোটাররা লম্বা লাইনে দ্বাড়িয়ে নির্বিঘেœ ভোট প্রদান করছেন। ভোট দিতে আসা শহিদা বিবি বলেন, ‘ভোট দিতে কোন অসুবিধা হয়নি। ইচ্ছেমতোই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’

একডালা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী বলেন, ‘সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যপক উপস্থিতি রয়েছে। ভোটাররা অবাধে ভোট দিয়ে বাড়ী ফিরছেন এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।’

বড়গাছা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহসিন মল্লিক বলেন, ‘ছোট খাটো ঘটনা ছাড়া সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন।’

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষ করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম এবং স্টাইকিং ফোর্স ও কুইক রেসপোন্স টিম দায়িত্ব পালন করছেন।’

সকাল থেকেই নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএমসহ সিনিয়র অফিসাররা মাঠে থেকে তদারকি করছেন। তবে সকাল থেকে কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।

রাণীনগর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে। উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে মোট ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য আসনে ৮৮ জন ও সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৮ ইউনিয়নের ৭৪ কেন্দ্রে মোট এক লক্ষ ৫১ হাজার ৭৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ২০৪ জন ও নারী ভোটার রয়েছেন ৭৫ হাজার ৫৩০ জন। #

আপলোডকারীর তথ্য

রাণীনগরের ৮ ইউপিতে চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ নভেম্বর ২০২১ :

নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। ৭ টিতে ব্যালটের মাধ্যমে ও শুধুমাত্র কাশিমপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বিঘেœ ভোটাররা ভোট প্রদান করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

কালীগ্রাম ইউনিয়নের কসবা ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোটাররা লম্বা লাইনে দ্বাড়িয়ে নির্বিঘেœ ভোট প্রদান করছেন। ভোট দিতে আসা শহিদা বিবি বলেন, ‘ভোট দিতে কোন অসুবিধা হয়নি। ইচ্ছেমতোই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’

একডালা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী বলেন, ‘সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যপক উপস্থিতি রয়েছে। ভোটাররা অবাধে ভোট দিয়ে বাড়ী ফিরছেন এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।’

বড়গাছা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহসিন মল্লিক বলেন, ‘ছোট খাটো ঘটনা ছাড়া সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন।’

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষ করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম এবং স্টাইকিং ফোর্স ও কুইক রেসপোন্স টিম দায়িত্ব পালন করছেন।’

সকাল থেকেই নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএমসহ সিনিয়র অফিসাররা মাঠে থেকে তদারকি করছেন। তবে সকাল থেকে কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।

রাণীনগর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে। উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে মোট ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য আসনে ৮৮ জন ও সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৮ ইউনিয়নের ৭৪ কেন্দ্রে মোট এক লক্ষ ৫১ হাজার ৭৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ২০৪ জন ও নারী ভোটার রয়েছেন ৭৫ হাজার ৫৩০ জন। #