নওগাঁ সদর উপজেলায় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে ও শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহণ করে।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে চূড়ান্ত খেলায় নওগাঁ ক্রিকেট উন্নয়ন একাডেমী ১৩ রানে বেসিক ক্রিকেট একাডেমীকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দি ম্যাচের পুরস্কার লাভ করেন নওগাঁ ক্রিকেট উন্নয়ন একাডেমীর খেলোয়াড় মারুফ।
নওগাঁ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুজ্জামান পুরষ্কার বিতরণী অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ, জেলা সমবায় কর্মকর্তা ইমরান হোসেন, বিভিন্ন ক্লাবের সভাপতি ও ক্রীড়ানুরাগী ব্যক্তি এতে উপস্থিত ছিলেন।#