প্রকাশের সময় :
১১:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
৯১৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ৯ নভেম্বর ২০২১ :
নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে গোয়ন্দা তথ্যের ভিত্তিতে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। তবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ৮টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র কাশিমপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে একডালা ইউনিয়নে ২টি অধিক ঝুঁকিপূর্ণসহ ৬টি, পারইল ইউনিয়নে ২টি অধিক ঝুঁকিপূর্ণসহ ৬টি, কালীগ্রাম ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণসহ ৬টি, বড়গাছা ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণসহ ৫টি, খট্রেশ্বর ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণসহ ৬টি, কাশিমপুর ইউনিয়নে ৪টি, গোনা ইউনিয়নে ৬টি ও মিরাট ইউনিয়নে ১টি অধিক ঝুঁকিপূর্ণসহ ৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে।’
তিনি বলেন, ‘ভোটাররা যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে ফিরতে পারেন এজন্য পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে। এছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপোন্স টিম এবং জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। আশা করছি অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।’#