নওগাঁর ধামইরহাটে গ্রামবাসীর উদ্যোগে মুজিবশতবর্ষ উপলক্ষে ব্যতিক্রমী ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের এন্দোয়া ও দক্ষিণ খন্ডা গ্রামবাসীর উদ্যোগে এন্দোয়া ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেকেন্দার আলী, সাধারন সম্পাদক মাওলা গোলাম কিবরিয়া, পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির মাহমুদ, ফুটবলপ্রেমী প্রধান শিক্ষক আবু সালেহ, সাংবাদিক জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ২-০ গোলে দিনাজপুর একাদশ গাবতলী একাদশকে পরাজিত করে। প্রধান অতিথি উভয় দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।#