প্রকাশের সময় :
১২:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
৯২৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, স্টাফ রিপোর্টার, আত্রাই (নওগাঁ), ৬ নভেম্বর ২০২১ :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ সত্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর হাইস্কুল মাঠ এলাকার অসহায় অসুস্থ্য দেল মোহাম্মদের (৫৫) পাশে দাঁড়িয়েছেন উপজেলার ভবানীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মামুনুর রশিদ।
অসুস্থ্য অসহায় দেল মোহাম্মদ নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ছোট্ট একটি বাড়িতে বসবাস করেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। বর্তমানে আর্থিক সংকটে সেই বাড়িতে চরম দুরাবস্থায় দিন কাটাচ্ছেন। এমন খবর জানার পর শনিবার (৬ নভেম্বর) সকালে তার পাশে ছুটে যান মামুনুর রশিদ।
সমাজসেবক মামুনুর রশিদ অসুস্থ্য ও দূরাবস্থার কথা জানতে পেরে উপহারের খাদ্যসামগ্রী নিয়ে তার বাড়িতে হাজির হন। তার চিকিৎসার জন্য তার পাশে থাকবেন বলেও আশ^স্ত করেন। হঠাৎ সহযোগিতা পেয়ে অসুস্থ্য অসহায় দেল মোহাম্মদ আবেগাপ্লুত হয়ে পড়েন।
মামুনুর রশিদ বলেন, দেল মোহাম্মদ একজন নিরিহ ও অসহায় ব্যক্তি। আমি অসুস্থ্য এই ব্যক্তির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। আমার একটু সহযোগিতায় যদি তিনি একটু উপকৃত হন তাহলেই আমি সফল। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এমন অসহায় মানুষের দু:সময়ে সমাজের বিত্তশালীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। #