নওগাঁ ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে হাড় কাঁপানো শীত : বিপর্যস্ত সাধারণ জীবন

মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২০ ডিসেম্বর ২০১৯ :

তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁ জেলা ধামইরহাট উপজেলার মানুষের জীবনযাত্রা। ঘন কুয়াশার আবরণে সূর্য ঢাকা পড়ে আছে দিনভর। বইছে মৃদু শৈত্য প্রবাহ। দিনভর দেখা মিলছে না সূর্যের। রাত নামতেই বেড়ে যাচ্ছে হিমেল বাতাসের গতি।

শীতের তীব্রতায় রাস্তাঘাটে কমে গেছে পথচারীর আনাগোনা। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সকল যানবাহন। সব মিলিয়ে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

আবহাওয়া অফিস জানায়, ধামইরহাটে কয়েকদিন ধরে ১৫ থেকে ২০ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করলেও চার দিন আগে হঠাৎ করেই কমতে শুরু করে তাপমাত্রা। গত দুদিন ধরে ধামইরহাটে তাপমাত্রা ১০-১২ ডিগ্রীর ঘরে ওঠা নামা করছে।

কয়েকদিন ধরে চলা হাড় কাঁপানো শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। খড়কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে শীতকষ্টে ভুগতে শুরু করেছে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষ।

উপজেলার মালাহার গ্রামের দিনমজুর মোসলেম আলী জানান, আমরা গরিব, কাজ করে আমাদের সংসার চালাতে হয়। এমন বৈরী আবহাওয়ায় প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় কাজ তো দূরের কথা ঘর থেকে বের হতে পারছিনা।

গত চারদিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে এ উপজেলায়। হিমেল বাতাস কুয়াশা ও প্রচন্ড শীতের কারণে শরিষা, আলুসহ বীজতলায় বোরো ধানের চারা তিগ্রস্ত হচ্ছে। #

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে হাড় কাঁপানো শীত : বিপর্যস্ত সাধারণ জীবন

প্রকাশের সময় : ০১:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২০ ডিসেম্বর ২০১৯ :

তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁ জেলা ধামইরহাট উপজেলার মানুষের জীবনযাত্রা। ঘন কুয়াশার আবরণে সূর্য ঢাকা পড়ে আছে দিনভর। বইছে মৃদু শৈত্য প্রবাহ। দিনভর দেখা মিলছে না সূর্যের। রাত নামতেই বেড়ে যাচ্ছে হিমেল বাতাসের গতি।

শীতের তীব্রতায় রাস্তাঘাটে কমে গেছে পথচারীর আনাগোনা। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সকল যানবাহন। সব মিলিয়ে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

আবহাওয়া অফিস জানায়, ধামইরহাটে কয়েকদিন ধরে ১৫ থেকে ২০ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করলেও চার দিন আগে হঠাৎ করেই কমতে শুরু করে তাপমাত্রা। গত দুদিন ধরে ধামইরহাটে তাপমাত্রা ১০-১২ ডিগ্রীর ঘরে ওঠা নামা করছে।

কয়েকদিন ধরে চলা হাড় কাঁপানো শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। খড়কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে শীতকষ্টে ভুগতে শুরু করেছে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষ।

উপজেলার মালাহার গ্রামের দিনমজুর মোসলেম আলী জানান, আমরা গরিব, কাজ করে আমাদের সংসার চালাতে হয়। এমন বৈরী আবহাওয়ায় প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় কাজ তো দূরের কথা ঘর থেকে বের হতে পারছিনা।

গত চারদিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে এ উপজেলায়। হিমেল বাতাস কুয়াশা ও প্রচন্ড শীতের কারণে শরিষা, আলুসহ বীজতলায় বোরো ধানের চারা তিগ্রস্ত হচ্ছে। #