প্রকাশের সময় :
০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
১১১২
মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২২ অক্টোবর ২০২১ :
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
তৃতীয় ধাপের নির্বাচনে যাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন, উপজেলার কসব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, ভালাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল, মান্দা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, গনেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামন্ত কুমার সরকার, প্রসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীবুর রহমান, নুরুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বাধীন কৃষ্ণ রায়, কালিকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল আলিম, কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক ও বিষ্ণুপুর ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।#