নওগাঁ ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় আরতি আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৫ অক্টোবর ২০২১ :

নওগাঁয় আরতি আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মন্ডপে মন্ডপে আরতি আর শুক্রবার সকালে সিদুর খেলার আয়োজন করা হয়।

এবারও করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
দেবীকে এ বছরের মত বিদায় দিতে দেবীর পায়ে চন্দন, ধুপ আর সিঁদুর নিবেদন করলেন ভক্তরা। ঢাক আর উলুধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মন্ডপগুলো। পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলুধ্বনি মন্ডপগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ।

বিকেলে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় ওঠানো হবে দেবীকে। নৌকায় বাইচ বা ভ্রমন শেষে সন্ধ্যায় প্রতিমাকে বিসর্জন দেয়া হবে নদীতে। #

 

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ১৫ অক্টোবর ২০২১ : বৃহস্পতিবার মহানবমীর রাতে নওগাঁ মুরগী পট্টির পিছনের হাড়ি পাড়া মন্দিরে অনুষ্ঠিত আরতির ভিডিও-

আপলোডকারীর তথ্য

নওগাঁয় আরতি আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৫ অক্টোবর ২০২১ :

নওগাঁয় আরতি আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মন্ডপে মন্ডপে আরতি আর শুক্রবার সকালে সিদুর খেলার আয়োজন করা হয়।

এবারও করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
দেবীকে এ বছরের মত বিদায় দিতে দেবীর পায়ে চন্দন, ধুপ আর সিঁদুর নিবেদন করলেন ভক্তরা। ঢাক আর উলুধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মন্ডপগুলো। পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলুধ্বনি মন্ডপগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ।

বিকেলে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় ওঠানো হবে দেবীকে। নৌকায় বাইচ বা ভ্রমন শেষে সন্ধ্যায় প্রতিমাকে বিসর্জন দেয়া হবে নদীতে। #

 

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ১৫ অক্টোবর ২০২১ : বৃহস্পতিবার মহানবমীর রাতে নওগাঁ মুরগী পট্টির পিছনের হাড়ি পাড়া মন্দিরে অনুষ্ঠিত আরতির ভিডিও-