মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৫ অক্টোবর ২০২১ :
নওগাঁয় আরতি আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মন্ডপে মন্ডপে আরতি আর শুক্রবার সকালে সিদুর খেলার আয়োজন করা হয়।
এবারও করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
দেবীকে এ বছরের মত বিদায় দিতে দেবীর পায়ে চন্দন, ধুপ আর সিঁদুর নিবেদন করলেন ভক্তরা। ঢাক আর উলুধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মন্ডপগুলো। পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলুধ্বনি মন্ডপগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ।
বিকেলে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় ওঠানো হবে দেবীকে। নৌকায় বাইচ বা ভ্রমন শেষে সন্ধ্যায় প্রতিমাকে বিসর্জন দেয়া হবে নদীতে। #