নওগাঁ ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে লাখ টাকা খোয়া<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ অক্টোবর ২০২১ :

নওগাঁয় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে ১ লাখ ৩১ হাজার টাকা হারিয়েছেন নাসরিন আক্তার নামে এক গ্রাহক। তিনি নওগাঁ পৌরসভার চকদেব ডাক্তারপাড়ার বাসিন্দা।

তিনি জানান, সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাচাকে সঙ্গে নিয়ে নওগাঁ শহরের হোটেলপট্টিতে সোনালী ব্যাংকে তার একাউন্টে ওই টাকা জমা দিতে যান। টাকাগুলো তিনি কাউন্টারে জমা দেয়ার সময় পাশের এক ব্যক্তি তার টাকা পড়ে গেছে বলে জানান। তিনি ও তার চাচা নিচু হয়ে পায়ের নিচে কিছু টাকা পড়ে থাকতে দেখেন। টাকাগুলো তুলে নিয়ে উঠে দেখেন কাউন্টারে তার রাখা ১ লাখ ৩১ হাজার টাকা নেই। নেই ওই ব্যক্তিটিও। বিষয়টি তিনি ম্যানেজারকে জানালে সিসিটিভির ফুটেজে দেখা যায় মাস্ক পড়া ওই ব্যক্তি নিজেই পায়ের নিচে টাকা ফেলে রাখে। পরে কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাস্ক পড়ায় প্রতারক ব্যক্তির মুখ ভালভাবে বোঝা যাচ্ছেনা।

নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিবুল ইসলাম জানান, এব্যাপারে থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে লাখ টাকা খোয়া<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ অক্টোবর ২০২১ :

নওগাঁয় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে ১ লাখ ৩১ হাজার টাকা হারিয়েছেন নাসরিন আক্তার নামে এক গ্রাহক। তিনি নওগাঁ পৌরসভার চকদেব ডাক্তারপাড়ার বাসিন্দা।

তিনি জানান, সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাচাকে সঙ্গে নিয়ে নওগাঁ শহরের হোটেলপট্টিতে সোনালী ব্যাংকে তার একাউন্টে ওই টাকা জমা দিতে যান। টাকাগুলো তিনি কাউন্টারে জমা দেয়ার সময় পাশের এক ব্যক্তি তার টাকা পড়ে গেছে বলে জানান। তিনি ও তার চাচা নিচু হয়ে পায়ের নিচে কিছু টাকা পড়ে থাকতে দেখেন। টাকাগুলো তুলে নিয়ে উঠে দেখেন কাউন্টারে তার রাখা ১ লাখ ৩১ হাজার টাকা নেই। নেই ওই ব্যক্তিটিও। বিষয়টি তিনি ম্যানেজারকে জানালে সিসিটিভির ফুটেজে দেখা যায় মাস্ক পড়া ওই ব্যক্তি নিজেই পায়ের নিচে টাকা ফেলে রাখে। পরে কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাস্ক পড়ায় প্রতারক ব্যক্তির মুখ ভালভাবে বোঝা যাচ্ছেনা।

নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিবুল ইসলাম জানান, এব্যাপারে থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#