নওগাঁ ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে আদিবাসীদের কারাম উৎসব পালিত (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২২ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আদিবাসীদের কারাম উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাটশাল ফুটবল মাঠে জাতীয় আদিবাসী ও আদিবাসী পরিষদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ বর্ণিল সাজে স্বত:স্ফুর্তভাবে সমাবেশে অংশ নেন। ১৯৯৬ সাল থেকে এই মাঠে প্রতিবছর কারাম উৎসব পালন করা হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, জেলা আওয়ামী লীগ সদস্য অজিত মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, স্থানীয় এমপির প্রতিনিধি ভাগ্নে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, সময় টিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রকি, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আদিবাসী পরিষদ মহাদেবপুরের সভাপতি আমিন কুজুর এতে সভাপতিত্ব করেন। জাতীয় আদিবসী পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অসিত দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত আদিবাসী নেতা শহীদ আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন প্রমুখ। বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের ভাষা চর্চা ও সংস্কৃতি রক্ষার দাবি জানান।

সমাবেশে নওগাঁ, নাটোর, জয়পুরহাট প্রভৃতি জেলা থেকে আসা আদিবাসীদের ১৮টি সাংস্কৃতিক দল তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। বৃষ্টি উপেক্ষা করে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা তাদের পরিবেশনা উপভোগ করেন। সমাবেশে বিভিন্ন দলকে পুরস্কৃত করা হয়।

এদিন জাতীয় আদিবাসী পরিষদের অপর একটি গ্রুপ উপজেলা সদরের কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে। পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা এতে সভাপতিত্ব করেন। এখানেও উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি ও অন্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, আদিবাসী সংগঠক বাসদ নেতা জয়নুল আবেদীন মুকুল, দৈনিক ইত্তেফাকের মহাদেবপুর প্রতিনিধি চলচিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। এখানে আদিবাসীদের ১৭টি দল নৃত্য পরিবেশন করে।

আগের রাতে নাটশাল আদিবাসী পাড়ায় আয়োজন করা হয় উৎসবের মূল পর্ব ডাল পুজা। একসপ্তাহ আগে নানান আচার পালন করে ডালায় বিভিন্ন ডাল ও ফসলের বীজ বপণ করে। বিকেলে আদিবাসী পুরুষেরা নানান আচার পালন করে কারাম গাছের ডাল কেটে এনে বেদি সাজায়। কুমারী মেয়েরা সারাদিন উপোস থেকে রাতে বিভিন্ন ফুল, ফল আর পিঠে পুলিতে নৈবেদ্য সাজিয়ে পালন করে পুজা অর্চনা। পিঠে দিয়ে একে অপরকে আমন্ত্রণ জানিয়ে উপোস ভাঙ্গে। অঙ্কুরিত বীজ ভাগাভাগি করে নেয়। এরপর রাতভর চলে নাচগান। নিজেদের মধ্যে সংগ্রহ করা চাল ডালে তৈরি খিচুরি বিতরণ করা হয় আমন্ত্রিতদের মধ্যে। পুজা পর্ব উদ্বোধন করেন মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো। এসময় আদিবাসী নেতা অসিত দাস, এলাকার জনপ্রিয় অনলাইন মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন তার সঙ্গে ছিলেন।

আদিবাসী বয়োবৃদ্ধরা জানান, বিপদ আপদ থেকে রক্ষা পেতে ও ভাল ফসল ফলানোর জন্য এই পুজার আয়োজন করা হয়।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আদিবাসীদের কারাম উৎসব পালিত (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২২ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আদিবাসীদের কারাম উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাটশাল ফুটবল মাঠে জাতীয় আদিবাসী ও আদিবাসী পরিষদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ বর্ণিল সাজে স্বত:স্ফুর্তভাবে সমাবেশে অংশ নেন। ১৯৯৬ সাল থেকে এই মাঠে প্রতিবছর কারাম উৎসব পালন করা হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, জেলা আওয়ামী লীগ সদস্য অজিত মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, স্থানীয় এমপির প্রতিনিধি ভাগ্নে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, সময় টিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রকি, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আদিবাসী পরিষদ মহাদেবপুরের সভাপতি আমিন কুজুর এতে সভাপতিত্ব করেন। জাতীয় আদিবসী পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অসিত দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত আদিবাসী নেতা শহীদ আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন প্রমুখ। বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের ভাষা চর্চা ও সংস্কৃতি রক্ষার দাবি জানান।

সমাবেশে নওগাঁ, নাটোর, জয়পুরহাট প্রভৃতি জেলা থেকে আসা আদিবাসীদের ১৮টি সাংস্কৃতিক দল তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। বৃষ্টি উপেক্ষা করে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা তাদের পরিবেশনা উপভোগ করেন। সমাবেশে বিভিন্ন দলকে পুরস্কৃত করা হয়।

এদিন জাতীয় আদিবাসী পরিষদের অপর একটি গ্রুপ উপজেলা সদরের কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে। পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা এতে সভাপতিত্ব করেন। এখানেও উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি ও অন্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, আদিবাসী সংগঠক বাসদ নেতা জয়নুল আবেদীন মুকুল, দৈনিক ইত্তেফাকের মহাদেবপুর প্রতিনিধি চলচিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। এখানে আদিবাসীদের ১৭টি দল নৃত্য পরিবেশন করে।

আগের রাতে নাটশাল আদিবাসী পাড়ায় আয়োজন করা হয় উৎসবের মূল পর্ব ডাল পুজা। একসপ্তাহ আগে নানান আচার পালন করে ডালায় বিভিন্ন ডাল ও ফসলের বীজ বপণ করে। বিকেলে আদিবাসী পুরুষেরা নানান আচার পালন করে কারাম গাছের ডাল কেটে এনে বেদি সাজায়। কুমারী মেয়েরা সারাদিন উপোস থেকে রাতে বিভিন্ন ফুল, ফল আর পিঠে পুলিতে নৈবেদ্য সাজিয়ে পালন করে পুজা অর্চনা। পিঠে দিয়ে একে অপরকে আমন্ত্রণ জানিয়ে উপোস ভাঙ্গে। অঙ্কুরিত বীজ ভাগাভাগি করে নেয়। এরপর রাতভর চলে নাচগান। নিজেদের মধ্যে সংগ্রহ করা চাল ডালে তৈরি খিচুরি বিতরণ করা হয় আমন্ত্রিতদের মধ্যে। পুজা পর্ব উদ্বোধন করেন মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো। এসময় আদিবাসী নেতা অসিত দাস, এলাকার জনপ্রিয় অনলাইন মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন তার সঙ্গে ছিলেন।

আদিবাসী বয়োবৃদ্ধরা জানান, বিপদ আপদ থেকে রক্ষা পেতে ও ভাল ফসল ফলানোর জন্য এই পুজার আয়োজন করা হয়।#