নওগাঁ ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে রাস্তার পাশে সারি সারি সুপারি গাছের চারা রোপণ করলেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান রিপন (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে সারি সারি সুপারি গাছের চারা লাগিয়ে আলোচনায় এসেছেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন। সাধারণত: বসতবাড়ীর আশেপাশে এই গাছ লাগানো হয়। কিন্তু রাস্তার পাশে সুপারি গাছ লাগানো এলাকায় এই প্রথম।

উপজেলার মহাদেবপুর-ছাতড়া পাকা সড়কের চককন্দর্পপুর এলাকায় প্রাথমিক পর্যায়ে কয়েকশ’ সুপারির চারা রোপণ করেছেন তিনি। চারা গবাদী পশু আর যানবাহনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সড়কের দুপাশে মোটা জাল দিলে বেড়া তৈরী করেছেন। নিয়মিত পানি দেয়া, আগাছা পরিষ্কার প্রভৃতি পরিচর্যার কাজও করছেন। চারাগুলো বেড়ে উঠলে সড়কের দুপাশ দৃষ্টিনন্দন হয়ে উঠবে। এছাড়া সুপারি ধরা শুরু হলে তা অর্থনৈতিক খাতে অবদান রাখবে।

চেয়ারম্যান রিপন জানান, সড়কের দুপাশে সাধারণত: যেসব গাছ লাগানো হয় সেসব গাছের ছায়া ও ঝরেপড়া পাতা পার্শ্ববর্তী ধানক্ষেতের ক্ষতির কারণ হয়। কিন্তু সুপারি গাছ থেকে সেধরনের ক্ষতির কোন সম্ভাবনা নেই। বিভিন্ন সড়কের দুধার সুপারি গাছ লাগাতে থাকলে দেশী সুপারি একদিন বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। তার মতো অন্য ইউপি চেয়ারম্যানদেরও তাদের এলাকায় সুপারি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি জানান, সুপারি গাছ রোপণের কাজে তার ইউনিয়নের প্রবীণ গ্রাম পুলিশ এমদাদুল হক ও সেলিম উদ্দিন রাতদিন শ্রম দিয়েছেন। এ চারাগাছগুলো তারা স্থানীয় নার্সারী থেকে সংগ্রহ করেছেন। হাইব্রিড জাতের এ গাছে মাত্র তিন বছরেই সুপারি ধরবে বলে আশা করা হচ্ছে। এই গাছ লাগানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে রাস্তার পাশে সারি সারি সুপারি গাছের চারা রোপণ করলেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান রিপন (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:২৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে সারি সারি সুপারি গাছের চারা লাগিয়ে আলোচনায় এসেছেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন। সাধারণত: বসতবাড়ীর আশেপাশে এই গাছ লাগানো হয়। কিন্তু রাস্তার পাশে সুপারি গাছ লাগানো এলাকায় এই প্রথম।

উপজেলার মহাদেবপুর-ছাতড়া পাকা সড়কের চককন্দর্পপুর এলাকায় প্রাথমিক পর্যায়ে কয়েকশ’ সুপারির চারা রোপণ করেছেন তিনি। চারা গবাদী পশু আর যানবাহনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সড়কের দুপাশে মোটা জাল দিলে বেড়া তৈরী করেছেন। নিয়মিত পানি দেয়া, আগাছা পরিষ্কার প্রভৃতি পরিচর্যার কাজও করছেন। চারাগুলো বেড়ে উঠলে সড়কের দুপাশ দৃষ্টিনন্দন হয়ে উঠবে। এছাড়া সুপারি ধরা শুরু হলে তা অর্থনৈতিক খাতে অবদান রাখবে।

চেয়ারম্যান রিপন জানান, সড়কের দুপাশে সাধারণত: যেসব গাছ লাগানো হয় সেসব গাছের ছায়া ও ঝরেপড়া পাতা পার্শ্ববর্তী ধানক্ষেতের ক্ষতির কারণ হয়। কিন্তু সুপারি গাছ থেকে সেধরনের ক্ষতির কোন সম্ভাবনা নেই। বিভিন্ন সড়কের দুধার সুপারি গাছ লাগাতে থাকলে দেশী সুপারি একদিন বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। তার মতো অন্য ইউপি চেয়ারম্যানদেরও তাদের এলাকায় সুপারি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি জানান, সুপারি গাছ রোপণের কাজে তার ইউনিয়নের প্রবীণ গ্রাম পুলিশ এমদাদুল হক ও সেলিম উদ্দিন রাতদিন শ্রম দিয়েছেন। এ চারাগাছগুলো তারা স্থানীয় নার্সারী থেকে সংগ্রহ করেছেন। হাইব্রিড জাতের এ গাছে মাত্র তিন বছরেই সুপারি ধরবে বলে আশা করা হচ্ছে। এই গাছ লাগানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।#