নওগাঁ ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নির্বাচন কমিশনার কবিতা খানম বললেন প্রশ্নবিদ্ধ নির্বাচন কারও কাম্য নয় (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০২১ :

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচন কারও কাম্য নয়। গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক, এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করে কমিশন।’

তিনি বলেন, ‘নওগাঁয় আমার জন্ম। সারা দেশের মতো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক, এটা আমি চাই না। এ জন্য ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁরা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন।’

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের ২য় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের ও নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি জেলার মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর ও রাণীনগর উপজেলার ১০ জন করে ৪০ জন বিশেষ ব্যক্তির মধ্যে তাদের স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে বিতরণ কাজ উদ্বোধন করেন।#

আপলোডকারীর তথ্য

নির্বাচন কমিশনার কবিতা খানম বললেন প্রশ্নবিদ্ধ নির্বাচন কারও কাম্য নয় (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০২১ :

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচন কারও কাম্য নয়। গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক, এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করে কমিশন।’

তিনি বলেন, ‘নওগাঁয় আমার জন্ম। সারা দেশের মতো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক, এটা আমি চাই না। এ জন্য ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ে যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁরা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন।’

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের ২য় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের ও নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি জেলার মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর ও রাণীনগর উপজেলার ১০ জন করে ৪০ জন বিশেষ ব্যক্তির মধ্যে তাদের স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে বিতরণ কাজ উদ্বোধন করেন।#