মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১০ ডিসেম্বর ২০১৯ :
আগামী ১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন না হলে সর্বস্তরের নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেট।
মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দানকালে এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতে আমরা ন্যয় বিচার না পেলে দূর্বার গণ-আন্দোলন গড়ে তোলা ছাড়া মাত্র ২ কোটি টাকার মিথ্যা মামলায় কারারুদ্ধ গণতন্ত্রের মাকে মুক্ত করার আর কোন পথ খোলা থাকবেনা। তিনি নেতাকর্মীদের যে কোন মূল্যে রাস্তায় নেমে এসে বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত লাগাতর আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
গত ২৮ নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলায় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ বুলেট এবং থানা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাৎ হায়দার টগর, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক মনি, যুবদলের নেতা মাসুদ হায়দার, রকেট ও রায়হান আলমের আগাম জামিন মঞ্জুর করলে মঙ্গলবার তারা এলাকায় ফিরে আসেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে উপজেলার সীমান্তে চকগৌরীহাট নামক স্থান থেকে তাদেরকে বরণ করে নিয়ে আসার পর দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে।
অন্যদের মধ্যে, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহারুল ইসলাম, সদস্য আফতাব উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরান মালিক খান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, খাজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, হাতুড়্ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তাবু, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রওশন জাহান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক কিউ,এম,সাঈদ টিটো, সহ-সভাপতি কাজী আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শান্ত, যুবদলের নেতা এরশাদ আলী, উজ্জল হোসেন, শেফা, দূরন্ত, সাইদুর রহমান, পিন্টু, আমিন, বাদল, গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মাষ্টার, স্বেচ্ছাসেবক দলের নেতা হাতেম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, ছাত্রদল নেতা সোহেল, ভাষন, সামিউল ইসলাম সোহাগ, হিরন আহমেদ, নাজমুল হাসান প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #