
পরীক্ষামূলক সম্প্রচার :
দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৭:২৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- ১০৬৯

বালিকা উচ্চ বিদ্যারয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী রাত্রি বলেন, ‘মনে হচ্ছে জেলখানা থেকে ছাড়া পেলাম। ঘরবন্দি জীবন কষ্টের ছিল। আজ আবারও স্কুলের চিরচেনা রূপ ফিরে পেয়েছি। গতকালের চেয়ে আজকের পৃথিবী বেশি সুখময়। স্কুল খোলার কারণে এখন থেকে বন্ধুদের সঙ্গে আগের মতো খেলাধুলা করতে পারব। স্কুল খোলায় খুব আনন্দ লাগছে।’
সর্বোচ্চ পঠিত