প্রকাশের সময় :
০১:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
৯৫৬
মহাদেবপুর দর্পণ, ধামইরহাট (নওগাঁ), ৮ সেপ্টেম্বর ২০২১ : বিদায়ী এজিএম হানিফ রেজার সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও ইউএনও গনপতি রায়--------এম, এ, মালেক
Spread the love
মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ৮ সেপ্টেম্বর ২০২১ :
নওগাঁর ধামইরহাটে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম অপারেশন এন্ড ম্যানেজমেন্ট) হানিফ রেজাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের খাস কামরায় আয়োজিত সংবর্ধনা সভায় ইউএনও সভাপতিত্ব করেন। সভায় বিদায়ী এজিএম হানিফ রেজার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
ক্লাবের সম্পাদক ও উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেনের সঞ্চালনায় বিদায়ী অতিথির কর্মজীবনের উপর আলোকপাত করেন সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।